আন্তর্জাতিক ডেস্ক :
পর্তুগালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পোর্তো শাখা।
বুধবার (৩০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় বন্দরনগরী পোর্তোর অভিজাত হোটেল ভিলা গালেতে স্বাধীনতা দিবসের এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গাওয়া হয়। এ সময় দাঁড়িয়ে এতে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।
পোর্তো বিএনপির সভাপতি কাজল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, আয়ারল্যান্ড বিএনপি সভাপতি হামিদুর নাসির, সাবেক পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার , ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, মনজুরুল হোসেন জিন্না, শেখ খালেদ মিনহাজ, ছায়েফ আহমেদ, ফারুক আহমেদ লিটন এবং পর্তুগাল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সুমন আহমেদ প্রমুখ।