বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র বাগেরহাট প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট পুনাকের সভানেত্রী পুলিশ সুপার আবুল হাসনাত খানের স্ত্রী ডা: জান্নাতুল ফেরদৌস চৌধুরী জিনিয়া বলেছেন, স্বাধীন ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা অপরিহার্য। প্রধান অতিথি হিসেবে বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের সামনে ওই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র ফিতা কেটে উদ্বোধন কালে তিনিএ কথা বলেন ।
তিনি আরো বলেন, নারীরা উদ্যোগী ও স্বাবলম্বী হলে দেশের অর্থনীতিতে যোগ হবে এক নতুন মাত্রা। তাই নারীদের উদ্যোগী ও আত্মনির্ভরশীল করার প্রয়াসে পুনাকের এ উদ্যোগ।
সোমবার (২৩ অক্টোবর) বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের সামনে ওই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন শেষে তিনিসহ অতিথিরা এখান থেকে নিজেদের জন্য কিছু কেনা কাটা করে দুপুরে খান জাহান আলী বালিকা এতিম খানায় শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরন করেন ডা: জিনিয়া চৌধুরী। খাবার বিতরন শেষে শিশুদের আপ্যায়নে আথিতেয়তা গ্রহন করে তাদের সাথেই দুপুরের খাবার খান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট পুনাকের সহ-সভানেত্রী শিরিন জামান ও হাবিবা সুলতানাসহ বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী এ্যাড শরিফা খানম উপস্থিত ছিলেন।