পিরোজপুর অফিস :
পিরোজপুরের স্বরূপকাঠিতে বৈশিক করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া নানা শ্রেনী পেশার ২ হাজার ৫ শত পরিবারে মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ও জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক মিঠুন হালদারের ব্যাক্তিগত তহবিল থেকে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি এলাকায় মাহমুদকাঠি ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৫ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে ওই কার্যক্রম শুরু করা হয়। পরে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিড়া, আটা, লবন, সেমাই, গুড়া দুধ ও চিনি। বিতরণকালে সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ- কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালূকদার, ওসি (তদন্ত) মো. আউয়াল কবির, মাহমুদকাঠি ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌফিকুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মিন্টু, আটঘর কুড়িয়ানা ইউনিয়নের প্রবীন আওয়ামীলীগ নেতা ধীরেন্দ্র নাথ সিকদার, যুবলীগ নেতা দুলাল মজুমদার, জেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা শান্ত বড়াল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমিত রায় সভাপতি লিটন হালদার, কুড়িয়ানা আর্য্য সম¥িলনী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অরূপ সিকদার, কুড়িয়ানা বাজার কমিটির সম্পাদক সজল সিকদার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় স্বেচ্ছাসেবকলীগ নেতা মিঠুন হালদার বর্তমান এই মহামারিতে অসহায় ও কর্মহীন হয়ে পড়া পরিবারের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান