হোম অন্যান্যসারাদেশ স্বভাব কবি বিপিন সরকারের ৯৭তম জন্মবার্ষিকী পালিত

স্বভাব কবি বিপিন সরকারের ৯৭তম জন্মবার্ষিকী পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 127 ভিউজ

নড়াইল অফিস :

গ্রাম বাংলার জনপ্রিয় হালুই গান, ধুয়া গান, পালাগান, অষ্টক যাত্রা পালা, কবিতা ও কাব্যগ্রন্থ রচয়িতা স্বভাব কবি বিপিন সরকারের ৯৭তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে কবির জন্মস্থান নড়াইল পৌর এলাকার বাহিরডাঙ্গা গ্রামে কর্মসূচির মধ্যে ছিলো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্বভাবকবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদ ও এলাকাবাসীর আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ডা: মায়া রানী বিশ্বাস, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বশিরুল হক, কবি আল ইমরান সহ ভক্তবৃন্দ। কবি বিপিন সরকার ১৯২৩ সালে নড়াইল শহর সংলগ্ন বাহিরডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। বার্ধক্যজণিতকারনে তিনি ২০১৫ সালের ২৭ নভেম্বর পরলোকগমন করেন।

জীবদ্দশায় তিনি ৮টি কাব্যগ্রন্থ, ২০টি অষ্টক যাত্রা পালা, ১৪টি পালা গান, ১ হাজারের বেশী কবিতা, ১ হাজার হালুই গান, ২ শতাধিক ধুয়া-বারাসিয়া গান লিখেছেন। নড়াইলসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলে এই স্বভাব কবির যাত্রা পালা, অষ্টক গান, কবিতা, হালুই গান, ধুয়া-বারাসিয়া গান নৌকার মাঝি, কৃষাণ-কৃষাণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন