নিজস্ব প্রতিনিধি :
উন্নয়ন সংগঠন স্বদেশের আয়োজনে গত ২১ ডিসেম্বর’২০২২ বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষি খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ জামাল উদ্দীন, সাতক্ষীরা জেলার এনডিসি বাপ্পী দত্ত রনি, সাতক্ষীরা ত্রাণ ও দুর্যোগ বিভাগের অধিকর্তা মোঃ আব্দুল বাছেদ সহ প্রমুখ। মতবিনিময় সভায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সাতক্ষীরা জেলার উপকূলীয় জনপদ- আশাশুনি ও শ্যামনগর উপজেলা হতে সংগৃহীত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন স্বদেশ সংগঠনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বিশ্বজিত দত্ত ও উপজেলা কো-অর্ডিনেটর শেখ মোতাহার হোসেন ও ফারুক রহমান।
উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর অতিরিক্ত প্রকৌশলী মোঃ ওবায়দুল হক মল্লিক, সুশীলন এর সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অতিরিক্ত ইন্সপেক্টর, বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ নাজমুন্নাহার ঝুমুর, সিডো সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, আমাদেরকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুকি মোকাবেলায় বৈশি^কভাবে চিন্তাকরে নিজ নিজ এলাকায় তার প্রতিফলন করতে হবে। বর্তমান সরকার ত্রাণ নির্ভর দুর্যোগ ব্যবস্থাপনা থেকে সরে এসে প্রশিক্ষণ ও দক্ষতা নির্ভর দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে। এজন্য সরকারী ও বেসরকারি পর্যায়ের সকল সংগঠনকে একত্রিত হয়ে সরকার প্রনীত কনটিনজেন্সী প্লান এবং এস. ও. ডি. অনুসরণ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করতে হবে। সর্বপরি প্রধান অতিথি তার বক্তব্যে উপকূলীয় মানুষের দুর্ভোগ লাঘবে স্বদেশ সংস্থাকে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহনের আহ্বান জানিয়ে এবং প্রশাসনের সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। সভায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
