রাজনীতি ডেস্ক:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিল এবং স্বতন্ত্র প্রার্থী ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টুর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করেছেন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে কেন্দুয়া থানায় মামলাটি করা হয়।
কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বাদী হয়ে মাসকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাম বাঙ্গালীসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করেন।
মামলার এজহারে বলা হয়েছে, গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টুর কর্মী ও সমর্থকরা মাসকা বাজারে মিছিল নিয়ে যায়।
এ সময় নৌকা প্রতীকের প্রার্থী অসিম কুমার উকিলের সমর্থক মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম বাঙ্গালীর নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পিন্টুর মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পিন্টুর ৩০ জন কর্মী সমর্থক আহত হয়। হামলাকারীরা পিন্টুর নির্বাচনী কার্যালয়সহ পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’