রাজনীতি ডেস্ক:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল-আমিন চৌধুরীর বিরুদ্ধে এবার লড়বেন স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। আর ড. জয়া সেনগুপ্তা আওয়ামী লীগ নেতা বর্ষীয়ান সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী।
মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের কাছ থেকে ড. জয়া সেনগুপ্তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা তাহের সরদার, নজর সরদার, করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন চন্দ্র দাসসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, গত রোববার সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল আমিন চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এ আসনটিতে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।