হোম অন্যান্যসারাদেশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্যের আগড়দাঁড়ি ঘোষাল বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার ১০ নং আগড়দাঁড়ী ইউনিয়নের অত্র অঞ্চলের মধ্যে প্রাচীনতম ঘোষাল বাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মাননীয় মন্ত্রী তার সহধর্মীনি তন্দ্রা ভট্টাচার্য ও সন্তানদের নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ১০ নং আগড়দাঁড়ী ইউনিয়নের ঘোষাল বাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এস. এম আবুল কালাম আজাদ, ৫ নং শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম, শিবপুর ইউপি সদস্য মজনু রহমান গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস. বি গোপাল চক্রবর্তী।

এসময় নেতাকর্মীগন মাননীয় মন্ত্রীর সাথে কুশল বিনিময় করেন এবং তাকে শুভেচ্ছা জানান। এছাড়া দোগাছিয়া মহাশ্মশান ও কালী মন্দিরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মন্দির কমিটির সভাপতি রবীনদ্রনাথ, সাধারন সম্পাদক অনুপ কুমার সরকার, উদয় চন্দ্র, রমেশ চন্দ্র রায় প্রমুখ।

শুক্রবার সকালে আগড়দাড়ী ও শিবপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের সাথে মতবিনিময় করেন। তাদের সমস্যার কথা শোনেন এবং তাদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন