হোম খেলাধুলা স্টোকসকে ওয়ানডে অধিনায়ক করার পক্ষে নন ব্রড

স্টোকসকে ওয়ানডে অধিনায়ক করার পক্ষে নন ব্রড

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
লম্বা সময় ধরে সাদা বলের ক্রিকেটে খেলছেন না বেন স্টোকস। বছর খানেক আগে সর্বশেষ ইংল্যান্ডের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন তিনি। এবার গুঞ্জন, অধিনায়ক হয়েই সাদা বলের ক্রিকেটে ফিরছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে স্টোকসকে অধিনায়ক করার পক্ষে নন দেশটির সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড।

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। তুলনামূলক খর্ব শক্তির আফগানদের কাছে হারায় জস বাটলারের নেতৃত্বের সমালোচনা করেছেন অনেকেই। সমালোচনার মুখে অধিনায়কত্ব ছেড়েছেন বাটলার।

বাটলারের পর নেতৃত্বে দেখা যেতে পারে বেন স্টোকসকে, এমন ইঙ্গিতই দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি। বাটলার নেতৃত্ব ছাড়ার পর তিনি বলেছেন, ‘সম্ভাব্য সব বিকল্পই বিবেচনা করা হবে। প্রতিটি বিকল্পে চোখ বুলিয়ে ভাবতে হবে, ‘ঠিক আছে, কী করলে ভালো হবে? এটা অন্যান্য বিষয়ের ওপর কেমন প্রভাব ফেলবে?’ বেন স্টোকস আমার দেখা সেরা অধিনায়কদের একজন। তাই তাকে বিবেচনা না করা হবে বোকামি।’

রব কির সঙ্গে একমত হতে পারছেন না ব্রড। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের সঙ্গে আলাপকালে সাবেক এই পেসার বলেন, ‘স্টোকসকে অধিনায়ক করাটা তাড়াহুড়ো হয়ে যাবে। ইংল্যান্ড যদি তাকে অধিনায়কের দায়িত্ব দেয় তাহলে আমার বলার কিছু থাকবে না। প্রথমত, ঠাসা একটা সূচি আছে। টেস্ট দলকে প্রাধান্য দিতে গিয়ে সে আইপিএল খেলতে যাচ্ছে না। সে যেন শারীরিকভাবে সঠিক জায়গায় আসতে পারে সেই চেষ্টা করছে। তিন বছর ধরে সে যখন হাঁটুর ইনজুরি নিয়ে ভুগছিল তখন সে কত ওভার বোলিং করেছে? খুব বেশি না।’

‘তার ওয়ার্কলোডের মধ্যে আপনি ৫০ ওভারের ক্রিকেটে আপনি আরও ৮-১০ ওভার যোগ করতে চাচ্ছেন। এরকম গাণিতিক হিসেবের কোনো অর্থ খুঁজে পাই না। ১২১ ওয়ানডে ম্যাচ খেলা একজন হিসেবে সত্যিকার অর্থে আমি এটা খুঁজে পেয়েছি টেস্টের চেয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলা বেশি ক্লান্তির। কারণ কী? কারণ হচ্ছে এখানে ইন্টেন্স বেশি থাকে।’-যোগ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন