হোম অন্যান্যসারাদেশ স্টিল মিলে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৬

অনলাইন ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ মে) বিকেল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ জুয়েলের (২৫) মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় জনে। চিকিৎসাধীন ইব্রাহিমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকের বরাত দিয়ে জুয়েলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, জুয়েলের শরীরে ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
 
জুয়েলের চাচাতো ভাই মো. ইদ্রিস মিয়া জানান, জুয়েলের বাবার নাম লাবু মিয়া। তাদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার করিয়াইল গ্রামে। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। রূপগঞ্জের গাউছিয়া গুপতা এলাকায় তিনি বাস করতেন। ছয় মাস ধরে তিনি স্টিল মিলটিতে শ্রমিকের কাজ করে আসছিলেন।
এরআগে, বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল স্টিল মিলে’ লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন সাত জন। হাসপাতালে নেয়ার পথেই মারা যান শংকর নামে একজন। 
 
আর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নিয়ন, বেলা সাড়ে ১২টার দিকে আলমগীর আর রাতে মারা যান গোলাম রব্বানী রাব্বী।
 
কারখানাটির সুপারভাইজার হারুন অর রশিদ বলেন, শ্রমিকরা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিকে ছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণ হলে তরল লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সাত জন শ্রমিক দগ্ধ হন। 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন