হোম জাতীয় স্কুলে বই চুরির মামলায় শিক্ষক গ্রেপ্তার

জাতীয় ডেস্ক :

স্কুলে বই চুরি ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় দিনাজপুর খানসামা উপজেলার কুমড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া মন্টু আলী ওই স্কুলের শিক্ষক এবং কুমড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনছুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বই উৎসবে বিতরণের জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে পাঠানো নতুন বই স্কুলের অফিসে সংরক্ষিত ছিল। সেই বই শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য উপজেলা শিক্ষা অফিস ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের মাধ্যমে বিতরণের জন্য প্রস্তুতি নিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী। গত বছরের ১৬ সেপ্টেম্বর দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এডহক কমিটির রেজুলেশনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান তিনি। তবে ২০২০ সালের ১ নভেম্বর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা মন্টু আলী নিজেকে বৈধ দাবি করে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বদ্ব চলছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে নিয়ে ইতিপূর্বে ওই বিদ্যালয়ের শিক্ষক মন্টু আলী ও মোকছেদ আলীর মধ্যে কয়েক দফায় বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয়। ম্যানেজিং কমিটির বৈধতা ও প্রধান শিক্ষকের পদ নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন।

অবৈধভাবে অফিসের তালা ভাঙা, বই চুরি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মন্টু আলীকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোকছেদ আলী।

সেই অভিযোগে মন্টু আলীকে রোববার রাতে আটক করে থানা পুলিশ।

এ বিষয়ে মন্টু আলী বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পিপির মতামত আমার পক্ষে রয়েছে। তাই আমি বই বিতরণ করেছি। কিন্তু কর্তৃপক্ষ তা ভুল ব্যাখ্যা করে মোকছেদ আলীকে দায়িত্ব দিয়েছে। আমি অবৈধ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই করব।

মামলার বাদী মোকসেদ আলী বলেন, বৈধভাবে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মন্টু আলী তালা ভেঙে বই চুরি করেছে। তাই সরকারি সম্পত্তি চুরি ও শিক্ষা কর্মকর্তাকে সরকারি কাজে বাধা প্রদান করায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ওই প্রতিষ্ঠানের বৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন মোকছেদ আলী। তিনি ছাড়া যদি অন্য কেউ অফিস কক্ষের তালা ভেঙে বই নিয়ে যায়, সেটি আইন বহির্ভূত কাজ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। সেই মোতাবেক আসামি মন্টু আলীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন