হোম খেলাধুলা স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে শ্রীলঙ্কা

খেলাধূলা ডেস্ক:

চার ম্যাচে চার জয়। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার (২৭ জুন) স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং করে ২৪৫ রানে থামে লঙ্কানদের ইনিংস। জবাবে স্কটল্যান্ড অলআউট হয় ১৬৩ রানে।

বুলাওয়েতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। পথুম নিসাঙ্কার দলীয় সর্বোচ্চ ৭৫ এবং আসালাঙ্কার ৬৩ রানের দলকে চ্যালেঞ্জিং স্কোর নিতে সাহায্য করেন। এছাড়াও সাদিরা সামারাবিক্রমার ব্যাট থেকে এসেছে ২৬ রান।

স্কটল্যান্ডদের শেষ দিকের বোলিং তোপে পুরো ৫০ ওভারও খেলতে পারেনি লঙ্কানরা। শেষ ৪২ রানে শ্রীলঙ্কা হারায় ৫ উইকেট। স্কটল্যান্ডের হয়ে ৪ উইকেট তুলে নেন ক্রিস গ্রিভস। মার্ক ওয়াট পেয়েছেন ৩ উইকেট।

জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। বুলাওয়ের এই পিচের তুলনায় টার্গেটটা তেমন চ্যালেঞ্জিং ছিলনা। তবে লঙ্কানদের বোলিং তোপে এই টার্গেটটাও করতে পারেনি ইউরোপের দলটি। ক্রিস গ্রিভসের ৪১ বলে ৫৬ রান বাদে কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি। মাত্র ২৯ ওভারেই অলআউট হয়ে যায় তারা।

শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন মহেশ থেকশান। দুইটি উইকেট পেয়েছেন হাসারাঙ্গা। এই জয়ে সুপার সিক্স নিশ্চিত হয়ে গেল লঙ্কানদের জন্য। তিন জয় নিয়ে এই গ্রুপে দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন