হোম খেলাধুলা সৌদি আরবে ফুটবলার বিক্রি বন্ধের পরামর্শ

খেলাধূলা ডেস্ক:

সাম্প্রতিক সময়ে নামি-দামি ফুটবলার কেনায় তোড়জোড় শুরু করেছে সৌদি আরবের ক্লাবগুলো। ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগে খেলা আল নাসর। রিয়াল মাদ্রিদ থেকে করিম বেনজেমাকে নিয়ে এসেছে আল ইত্তিহাদ।

ইউরোপ থেকে এভাবে নামি-দামি ফুটবলাররা সৌদি আরবে পাড়ি জমানোর বিষয়টিকে ক্ষতিকর হিসেবে দেখছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার গ্যারি নেভিল।

রোনালদো-বেনজেমার পর সৌদি আরবের লিগে পাড়ি দিয়েছেন ফ্রান্সের এনগোলে কান্তে। চেলসির মিডফিল্ডে ভালোই রাজত্ব করতেন এই ফরাসি। এভাবে ইউরোপের লিগগুলো থেকে ফুটবলারদের সৌদি আরবে পাড়ি জমানোর বিষয়টি ভালো চোখে দেখছেন না নেভিন। তাই ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার পরামর্শ তার। খবর বিবিসির।

নেভিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন, যেন দ্রুত সৌদি আরবে প্লেয়ার বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিবিসি স্পোর্টসকে তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগের উচিত সৌদি আরবে প্লেয়ারদের যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা। যাতে খেলাটার অখণ্ডতা বজায় থাকে।’

নেভিল আরও বলেন, ‘যদি এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, তবে আবার দলবদল চালু করা যেতে পারে; কিন্তু আমি বিশ্বাস করি, এই মুহূর্তে খেলোয়াড়দের দলবদল অনুপযুক্ত। এটা বন্ধ করা উচিত।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন