হোম আন্তর্জাতিক সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সমুদ্রতীরবর্তী একটি হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে সন্ত্রাসীসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

আল জাজিরার প্রতিবেদন মতে, শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় পার্ল রেস্তোরা নামে রাজধানীর সমুদ্রতীরবর্তী ওই হোটেলে হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাবের সদস্যরা হোটেলটি প্রায় ছয় ঘণ্টা ধরে জিম্মি করে রাখে।

এ সময় অন্তত ৬ বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় আরও ১০ জন। এছাড়া আরও অনেককে জিম্মি করা হয়। এরপর জিম্মিদের উদ্ধারে হোটেলে পাল্টা অভিযান চালায় সোমালি পুলিশ। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার অভিযানকালে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য শহিদ হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে আল শাবাবের ৭ সদস্যকে হত্যা করেছে পুলিশ। সোমালিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসওএনএনএ জানিয়েছে, সোমালি পুলিশ পার্ল রেস্তোরাঁয় হামলা চালানো আল শাবাব যোদ্ধাদের নিস্ক্রিয় করতে সক্ষম হয়েছে। হোটেল থেকে অনেক বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে।

গত প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে সোমালিয়ার সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীগোষ্ঠী আল শাবাব। দেশটিতে প্রায়ই সোমালিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিদেশি কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন হোটেলে হামলা চালায় তারা।

গত নভেম্বরে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর সোমালিয়ায় সহিংসতায় কমপক্ষে ৬১৩ বেসামরিক নিহত ও ৯৪৮ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই আল শাবাবের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন