হোম অন্যান্যসারাদেশ সোনাবাড়িয়া নার্সিংহোমের ভুল চিকিৎসায় রোগীর অবস্থার অবনতির অভিযোগ

সোনাবাড়িয়া নার্সিংহোমের ভুল চিকিৎসায় রোগীর অবস্থার অবনতির অভিযোগ

কর্তৃক
০ মন্তব্য 133 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সোনাবাড়িয়া বাজারে সোনাবাড়িয়া নার্সিং হোম ভুল চিকিৎসায় রোগীর অবস্থার অবনতির অভিযোগ উঠেছে। রোগীর বাবা বাদী হয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। ০২-০৬-২০২০ইং তারিখ, ১.৩০মিনিটে সোনাবাড়িয়া গ্রামের এমদাদুল হকের মেয়ে লাবনি আক্তার (১৩)। শ্বাস-কষ্ট জনীত কারনে সোনাবাড়িয়া নার্সিং নিয়ে আসলে মৌখিক ভর্তি অবস্থায় মেডিকেল অফিসার ছাড়া চিকিৎসা প্রদান করেন। প্রেসক্রিপশননের প্যাড ছাড়া সাদা কাগজে ওষুধের একটি খসড়া লিষ্ট করে দেয়, সেই লিষ্ট অনুযায়ী ওষুধ সংগ্রহ করে রোগিকে প্রয়োগ করার পরে রোগির অবস্থার অবনতি ও আশংকাজনক দেখা দেয়। রোগির অভিবাবকরা রাত ৮ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন সেখানে রোগীর অবস্থা উন্নতি হয়। ভুল চিকিৎসা দেয়ার বিষয়টি সোনাবাড়িয়া নার্সিংহোমের পরিচালক আবদুর রহমানের কাছে জানতে চাইলে বলেন, রোগীর মৌখিক অবস্থায় ভর্তি ছিলো এবং এই সময় আমার এখানে কোনো ডাক্তার উপস্থিত ছিলো না। আমার নাসিং হোমে নিয়মিত যে ডাক্তার রোগী দেখেন তিনি উপস্থিত না থাকায় আমি ওনাকে মুঠো ফোনে রোগীর বিবারন দেওয়ায় ডাক্তার ঔষধের নাম বলে আমি সেই অনুপাতে ঔষধের তালিকা করে রোগীর অভিভাবকের নিকট দেয়। সেই ঔষধ গুলো সংগ্রহ করে নিয়ে আসলে আমি রোগীকে চিকিৎসা প্রদান করি। এমবিবিএস ডাক্তার ছাড়া নাসিং হোমে রোগীরা কিভাবে সেবা পেতে পারে? প্রশ্ন সাধারণ মানুষের। প্রশাসনের কাছে এ ধরনের ক্লিনিকের সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন