হোম অর্থ ও বাণিজ্য সৈয়দপুরে ঢালাই স্পেশাল সিমেন্টের শোরুম উদ্বোধন

সৈয়দপুরে ঢালাই স্পেশাল সিমেন্টের শোরুম উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) দেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট।

রোববার (১৪ জানুয়ারি) সৈয়দপুরে ঢালাই স্পেশাল সিমেন্টের একটি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়। সোমবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউসিআইএল।

এতে বলা হয়, যেকোনো স্থাপনার ছাদ, মেঝে, কলাম, ও বিম ঢালাই-এর জন্য বিশেষভাবে তৈরি ও অত্যধিক কার্যকরী এই ব্লেন্ডেড সিমেন্ট, বাংলাদেশের নির্মাণ সামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা। ঢালাই স্পেশাল সিমেন্ট হচ্ছে এক স্পেশাল ধরনের ব্লেন্ডেড সিমেন্ট, যাতে সমন্বিত হয়েছে ওপিসি এবং পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্যসমূহ।

এই সিমেন্ট একদিকে যেমন স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করে, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদে স্থাপনাকে করে আরও সুদৃঢ়।

তাই দ্রুত সময়ে যেকোনো স্থাপনার ছাদ, মেঝে ও কলামের সেরা নির্মাণ নিশ্চিত করতে ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষভাবে কার্যকরি। ঢালাই স্পেশাল সিমেন্ট-

১) সাধারণ পিসিসি সিমেন্ট -এর ২৮ দিনের দৃঢ়তার প্রায় ৫০ শতাংশ প্রথম ২ দিনে এবং প্রায় ৮৫ শতাংশ প্রথম ৭ দিনে অর্জন করে

২) দ্রুত দৃঢ়তা অর্জনের (র‌্যাপিড হার্ডেনিং) কারণে দীর্ঘমেয়াদি শাটারিংয়ের প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়

৩) সাধারণ পিসিসি সিমেন্ট-এর তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি দৃঢ়তা দেয়

৪) দ্রুত দৃঢ়তা অর্জন (র‌্যাপিড হার্ডেনিং) ও দীর্ঘমেয়াদি শাটারের প্রয়োজনীয়তা না থাকার কারণে অভ্যন্তরীণ ইটের গাঁথুনি দ্রুত শুরু করা যায়

সৈয়দপুরের খালেক ট্রেডিং কোং-এ আয়োজিত ঢালাই স্পেশাল সিমেন্টের সৈয়দপুর বিক্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিআইএলের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আশিক আহমেদ, খালেক ট্রেডিং কোং-এর স্বত্বাধিকারী মো. আব্দুল করিম (শাহিন) প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন