খেলাধূলা ডেস্ক :
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে ছিল অস্ট্রেলিয়া! এ ম্যাচের ওপরই যে নির্ভর করছিল তাদের সেমিফাইনাল-ভাগ্য। শ্রীলঙ্কা জিতলেই অজিদের সেমিফাইনাল নিশ্চিত হতো, বাদ পড়তো ইংল্যান্ড। কিন্তু সেই সম্ভাবনা উবে গেছে, বিদায়ী ম্যাচেও শান্ত্বনার জয় পায়নি লঙ্কানরা, তাদের উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে জস বাটলার বাহিনী।
শুরুতে আলেক্স হেলসের তাণ্ডব ও পরে বেন স্টোকসের ধীরস্থির ইনিংসে ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড। লঙ্কানদের দেয়া ১৪২ রানের টার্গেট পেরোতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ইংলিশদের। হেলস ৪৭ ও স্টোকস করেন ৪৪ রান।
রান তাড়া করতে নেমে জস বাটলার ও আলেক্স হেলসের ব্যাটে উড়ন্ত শুরু পায় ইংল্যান্ড। পাওয়ার-প্লের মধ্যেই তারা করে ৭০ রান। অষ্টম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বিদায় নেন বাটলার। ২৩ বলে তিনি করেন ২৮ রান। দশম ওভারে আউট হন হেলস, এবারও শিকারি সেই হাসারাঙ্গা। ৩০ বলে হাফসেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে ছিলেন ইংলিশ ওপেনার।
এরপর হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনের উইকেট পড়ায় ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। ব্রুককে ধনঞ্জয়া ডি সিলভা ও লিভিংস্টোনকে প্যাভিলিয়নে ফেরান লাহিরু কুমারা। ব্রুক ও লিভিংস্টোন দুজনেই ৪ রান করে তোলেন। ক্রিজে আসার কিছুক্ষণ পরপরই মাঠ ছাড়তে হয় মঈন আলিকেও। ৫ বলে তিনি করেন মাত্র ১ রান। স্যাম কুরান ১১ বলে করেন ৬ ও ক্রিস ওকস ৩ বলে ৫ রান করেন। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন লাহিরু কুমারা, ধনঞ্জয়া ডি সিলভা ও হাসারাঙ্গা।
শনিবার (৫ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান তোলে শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস আউট হন ১৪ বলে ১৮ রান করে। ১১ বলে মাত্র ৯ রান করে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকাও নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথমজন ৯ ও শানাকা ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
ওপেনার পাথুম নিসাঙ্কা হাল ধরে ছিলেন অনেকক্ষণ। ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলে তিনি আউট হন আদিল রশিদের বলে। তার ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছয়ের মার। তখন অল্প রানে আটকে যাওয়ার শঙ্কায় ছিল লঙ্কানরা। শেষ পর্যন্ত হলোও সেটাই, ভানুকা রাজাপাকসে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা মিলেও দলকে সম্মানজনক স্কোর এনে দিতে পারেননি। ৮ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে ১৪১ রান।
ভানুকা আউট হন ২২ বলে ২২ রান করে। ওয়ানিন্দু ৯ বলে করেন ৯ রান। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন মার্ক উড। একটি করে উইকেট নেন বেন স্টোকস, ক্রিস ওকস, স্যাম কুরান ও আদিল রশিদ।