হোম বিনোদন সেই ‘চৌধুরী সাহেবের’ কাছেই জামানত হারালেন মাহি

সেই ‘চৌধুরী সাহেবের’ কাছেই জামানত হারালেন মাহি

কর্তৃক Editor
০ মন্তব্য 115 ভিউজ

বিনোদন ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি বিপুল ভোটে হেরেছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কাছে। ভোটের প্রচারে মাহি তাকে ‘চৌধুরী সাহেব’ বলে সম্বোধন করতেন।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০টার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলে জানা যায়, এ আসনের দুই উপজেলায় শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি) ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। আর টানা তিনবারের এমপি আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজর ৪১৯ ভোট।

রাজশাহী-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৮টি। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। তার মধ্যে ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন ভোটার ভোট দেন।

এদিকে প্রাপ্ত ফল অনুযায়ী, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু সোনালী আঁশ প্রতীকে ২৭৩ ভোট, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা নোঙর প্রতীকে ১ হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুদ্দিন লাঙ্গল প্রতীকে ৯৩৮ ভোট, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া বেলুন প্রতীকে ২ হাজার ৭১৮ ভোট, এনপিপির প্রার্থী নুরুন্নেসা আম প্রতীকে ২৯৬ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি প্রতীকে ৩৩৫ ও বিএনএফের প্রার্থী মো. আল সাআদ টেলিভিশন প্রতীকে ৬০৩ ভোট পেয়েছেন।

এদিকে নির্বাচনে হারের পর মাহি জানিয়েছেন, ফলাফল মেনে নিয়ে সামনের দিনে এলাকায় সাধারণ মানুষের সেবা করে যাবেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন