হোম জাতীয় সেই ইউপি চেয়ারম্যানের দুর্নীতি তদন্তে কমিটি

জাতীয় ডেস্ক :

প্রকল্পের কাজ না করেই গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) ওই তদন্ত কমিটি গঠন করা হয়।

শ্রীপুর উপজেলার নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এএসএম মোহিতুল ইসলাম ছাড়াও কমিটিতে একজন উপজেলা সহকারী প্রকৌশলী রয়েছেন। তদন্ত কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে রিপোর্টে দিতে বলা হয়েছে।

এদিকে রাস্তা সংস্কারের নামে প্রকল্প দেখিয়ে অর্ধ কোটি টাকা হরিলুটের প্রতিবেদন গণমাধ্যমে প্রচারের পর অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রাতারাতি অতিরিক্ত শ্রমিক লাগিয়ে আটটি সড়কের মধ্যে দুটি সড়কে আংশিক নির্মাণ কাজ শুরু করেছেন।

বুধবার (৫ অক্টোবর) সরেজমিন দেখা যায়, ৬ লাখ টাকার প্রকল্প পোষাইত থেকে সানঘাটা রাস্তার মাটি কাটার কাজ চলছে। সেখানে বেশ কয়েক শ্রমিককেও দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘নিউজ অইছে, তাড়াতাড়ি চেয়ারম্যান সাহেব কাজ করতে কইছে।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান সময় সংবাদকে বলেন, ‘গণমাধ্যমের সংবাদ আমাদের চোখে পড়েছে। আগামীকাল (০৬ অক্টোবর) ডিসিসহ আমরা এটা নিয়ে বসব।’

শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন প্রকল্পের নামে কাজ না করেই অর্ধকোটি টাকা উত্তোলন করেন। এ ঘটনা সময় সংবাদে প্রকাশের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন