হোম জাতীয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নির্দেশে চলে না: আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক :

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নির্দেশনায় চলে না। সমিতির নির্বাচনের ফল প্রকাশ না করা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা সমিতির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক নেতারা মিলেই নিষ্পত্তি করবেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) একাদশ জাতীয় সংসদের সতেরতম অধিবেশনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের দেওয়া বক্তব্যের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল ২০২২ পাস নিয়ে সংসদে হারুনুর রশীদ বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের পর, দুই সপ্তাহ পার হলেও ফলাফল ঘোষণা করা হয়নি। এটাকে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন তিনি।

এর জবাবে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগণনা ও ফলাফলের বিষয়ে সমিতি ঠিক করবে। সমিতির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক সভাপতি-সম্পাদকরা সিদ্ধান্ত নেবেন সেটা কীভাবে নিষ্পত্তি হবে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন