হোম খেলাধুলা সুপার টুয়েলভের স্বপ্নভঙ্গ নামিবিয়ার, শ্রীলঙ্কার পর সুপার টুয়েলভে নেদারল্যান্ডস

খেলাধূলা ডেস্ক :

জিতলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের টিকিট মিলবে, হারলে নেদারল্যান্ডসের জন্য মঞ্চ ছাড়তে হবে- এমন সমীকরণকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল নামিবিয়া। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হওয়া আরব আমিরাতের প্রয়োজন ছিল শান্ত্বনার জয়। সমীকরণের হিসেব মেলাতে পারেনি নামিবিয়া, সফলতা আরব আমিরাতের। নামিবিয়াকে ৭ রানে হারিয়ে শান্ত্বনার জয় পেয়েছে তারা। ফলে শ্রীলঙ্কার পর প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভের টিকিট পেল নেদারল্যান্ডস।

১৪৮ রানের অল্প সংগ্রহ নিয়েও আরব আমিরাতের জয়ের নেপথ্যে তাদের বোলিং লাইন-আপ। পেসারদের নিয়ন্ত্রিত বোলিং আর লেগি কার্তিক মেইয়াপ্পানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে চির আরাধ্য জয় পায় এশিয়ার দেশটি। আগের দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে হারে তারা। অন্যদিকে নামিবিয়া প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে হারে ডাচদের কাছে। প্রথম রাউন্ড শেষে ‘এ; গ্রুপের শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের পয়েন্ট ৪ করে, একটি করে ম্যাচ জেতায় নামিবিয়া ও আরব আমিরাতের পয়েন্ট সমান ২ করে।

রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। দলীয় ১০ রানে স্টেফান বার্ড, ১৬ রানে মাইকেল ভন লিঞ্জেল, ২৬ রানে ইয়ান নিকোল, ৪৩ রানে গেরহার্ড এরাসমাস ও ৪৬ রানে জেজে স্মিট প্যাভিলিয়নে ফেরেন। এদের মধ্যে সর্বোচ্চ ১৬ রান করেন এরাসমাস। ১০ রান আসে ওপেনার মাইকেলের ব্যাট থেকে। বাকিদের কেউই দশের ঘরও পার হতে পারেননি।

এরপর ইয়ান ফ্রাইলিঙ্ক ও ডেভিড ভিসের ওপর ভরসা খুঁজছিল নামিবিয়া। ১৪ রানের মাথায় জাহুর খানের দুর্দান্ত এক ইয়র্কার ঠিকটাক সামলাতে পারেননি ফ্রাইলিঙ্ক। ফ্রাইলিঙ্কের পরে ক্রিজে আসা জেন গ্রিনও আউট হন অনেকটা একই ধরনের ডেলিভারিতে। আরব আমিরাতের বোলিং কোপে ৭ উইকেট হারিয়ে রীতিমতো হারের দিকে ঝুঁকতে থাকে আফ্রিকার দেশটি। সেখান থেকে নামিবিয়াকে টেনে তোলার চেষ্টা করেন ভিসে। অন্য প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিতে শুরু করেন রুবেন ট্রাম্পেলম্যান।

১৭তম ওভারে ওয়াসিমের ছক্কা হাঁকিয়ে পরের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ভিসে। সেই ক্যাচ হাতে লাগলেও তালুবন্দী করতে পারেননি আরব আমিরাতের বোলার। ম্যাচটা তখনই অনেকটা হাত থেকে ফসকে যায় আরব আমিরাতে। পরের ওভারে ১৬ রান নিয়ে ম্যাচ নাগালে নিয়ে আসেন ভিসে-ট্রাম্পেলম্যান। ১৯তম ওভারে টাইট বোলিংয়ের পর ইনিংসের শেষ ওভারে গিয়ে আউট হন ভিসে। ৩৬ বলে ৫৫ রান করেও দলকে জেতাতে পারেননি তিনি। ট্রাম্পেলম্যান ২৪ বলে করেন ২৫ রান।

এর আগে মুহাম্মদ ওয়াসিমের অর্ধশতক ও রিজওয়ানের ৪৩ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান করে সংযুক্ত আরব আমিরাত। ৪১ বলে ঠিক ৫০ রান করেন ওয়াসিম। তার ইনিংসে ছিল একটি চার ও ৩টি ছয়ের মার। রিজওয়ান ২৯ বলের ইনিংসে ৩টি চার ও একটি ছয় হাঁকান। বাকিদের মধ্যে ভ্রিতিয়া আরভিন্দ ২১ ও শেষ দিকের ঝড়ে বাসিল হামিদ ১৪ বলে ২৫ রান করেন। আলিশান আউট হন ৪ রানে। নামিবিয়ার হয়ে একটি করে উইকেট নেন ডেভিড ভিসে, বেন শিকোঙ্গো ও বার্নার্ড স্কলজ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন