মোংলা প্রতিনিধি :
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন ও পশুর নদীতে মাছ শিকারের দায়ে বেশ কয়েকটি নেট জালসহ ১০ টি ট্রলার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) ভোররাতে সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মোঃ এনামুল হক নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ১০ টি ট্রলার বিরুদ্ধে বন আইনে এরই মধ্যে সি ও আর (আর্থিক দন্ড) মামলা করা হয়েছে। এসময় জব্দ করা ১৬ সেট নেট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
এসিএফ এনামুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নন্দবালা ফরেষ্ট ক্যাম্প সংলগ্ন নিষিদ্ধ এলাকা ও পশুর নদীতে অভিযান চালায় তারা। এসময় ওই ১০ টি ট্রলারসহ রেনু পোনা (চিংড়ির পোনা) এবং ১৬ সেট নেট জাল জব্দ করা হয়। তবে এসময় জেলেরা পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।
এদিকে জব্দ করা রেনু পোনা নদীতে অবমুক্ত করার দাবি করা হলেও তার কোন প্রমান দিতে পারেনি বনকর্তারা।
এসিএফ এনামুল বলেন, রেনু পোনাগুলো বনের হাড়বাড়িয়া ক্যাম্পের ওসি মোঃ শাহজাহানের কাছে হস্তান্তর করা হয়েছে, তিনি অবমুক্ত করেছেন। ওসি শাহজাহান বলেন, পোনা অবমুক্ত করার সময় এসিএফ উপস্থিত ছিলেন। তবে এসিএফ এনামুল বলেন আমি ছিলাম না।
এদিকে জব্দ করা ওই রেনু পোনা মোংলার পাশ্ববর্তী জিউধারা বাজারে চাঁদপাই রেঞ্জের বনরক্ষী মিজানুর রহমান ও তার ভাগ্নে হাছান চড়া মূল্যে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মিজানুর দাবি করেন, এমন কোন ঘটনা ঘটেনি।
জানতে চাইলে পূর্ব সুন্দরবনের ডিএফও বিভাগীয় বন কর্মকর্তা) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
