হোম খুলনাবাগেরহাট সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ
মোংলা প্রতিনিধি:
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেঃ মাহবুব উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ বনদস্যু আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে কোস্ট গার্ড ওই এলাকায়  অভিযান পরিচালনা চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্য দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাঁজা গুলিসহ দুর্ধর্ষ বনদস্যু আনারুল বাহিনীর সদস্য মোঃ বিল্লাল হোসেন (৩৩) কে আটক করা হয়। আটক দস্যু জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেন যে, দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতির সাথে জড়িত থাকার পাশাপাশি বনদস্যু আনারুল বাহিনীকে অস্ত্র ও গুলি দিয়ে সহযোগিতা করে আসছিলেন তিনি। বনদস্যু মোঃ বিল্লাল হোসেন (৩৩) খুলনার কয়রা থানার বাসিন্দা বলেও জানায় কোস্ট গার্ড। এদিকে
উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক দস্যুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সকালে খুলনার দাকোপ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে কোস্ট গার্ড। যার ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নতি হয়েছে। সুন্দরবনকে দস্যু মুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন