হোম অন্যান্যসারাদেশ সুন্দরন থেকে পাচারকালে হরিণের তিনটি চামড়াসহ ০১ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব

সুন্দরন থেকে পাচারকালে হরিণের তিনটি চামড়াসহ ০১ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব

কর্তৃক
০ মন্তব্য 116 ভিউজ

খুলনা অফিস :
সুন্দরন থেকে পাচারকালে হরিণের তিনটি চামড়াসহ ০১ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার অভিযান চালিয়ে খুলনার দাকোপ উপজেলার সূতারখালী গ্রামের কাঁচারীবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করে। র‌্যাব জানায়, করোনা পরিস্থিতির সুযোগে সুন্দরবন এলাকায় বন্যপ্রাণী চোরাচালানের বেশ কয়েকটি চক্র সক্রিয় হয়ে ওঠে। এমতাবস্থায় চোরাচালানকারীদের অপতৎপরতা রোধকল্পে র‌্যাবের গোয়েন্দা দল সুন্দরবন এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ উপজেলার সুন্দরন সংলগ্ন সূতারখালী গ্রামে র‌্যাব-৬ খুলনার একটি টিম অভিযান চালায়। এ সময় সূতারখালী গ্রামের কাঁচারীবাড়ি এলাকায় হরিণের চামড়া ক্রয়-বিক্রয়ের সময় কালাবগী গ্রামের কাওসার গাজীর ছেলে মোঃ ফারুক গাজীকে হরিণের তিনটি চামড়াসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এরমধ্যে ০১টি অর্ধ্ শুকনো এবং ০২টি সদ্য প্রক্রিয়াকৃত চামড়া রয়েছে। আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বেশ কিছুদিন যাবত হরিণের মাংস এবং চামড়া চোরাচালনাকারীদের সাথে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এছাড়াও তার নিকট থেকে বন্য প্রাণী চোরাচালান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ভবিষ্যতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চোরাচালানকারীদের বিরুদ্ধে গ্রেফতারে র‌্যাব-৬ এর অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন র‌্য্যাব কর্মকর্তারা।এ ঘটনায় দাকোপ থানায় বন্যপ্রানী সংরক্ষন আইনে একটি মামলা দায়েল করেছে র‌্যাব।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন