হোম জাতীয় সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জাতীয় ডেস্ক :

সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বছর বয়সী সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে।

রোববার( ১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নতুনপাড়া এলাকায় বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে মাটিতে পড়ে যাওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নতুনপাড়া এলাকার বাসিন্দা ঝুমা সরকার (৪০) ও তার দুই বছরের সন্তান দ্বীপ সরকার। এ ঘটনায় তাদের মেয়ে পূজা সরকার আহত হয়েছেন, স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, রাস্তায় বৈদ্যুতিক তার ছিঁড়ে মা ও ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় মায়ের বুকেই ছিল শিশুটি। লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন