হোম জাতীয় সুনামগঞ্জে নৌকার এজেন্টের তিন বছরের কারাদণ্ড

সুনামগঞ্জে নৌকার এজেন্টের তিন বছরের কারাদণ্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 110 ভিউজ

জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জে ব্যালট পেপার নিয়ে সিল মারার অপরাধে নৌকার এক পুলিং এজেন্টকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে ও দশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের মোহনপুর কেন্দ্রের নৌকার পুলিং এজেন্ট মো. সাইদুল আমিনকে এ দণ্ড প্রদান করা হয়।

জানা যায়, সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর একটায় প্রথমে জাপা সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হকের সঙ্গে ওই কেন্দ্রের পুলিং এজেন্ট সাইদুল আমিনের কথা কাটাকাটি হয়। দুপক্ষই কেন্দ্রে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। এতে উত্তেজনাও দেখা দেয়। একপর্যায়ে এজেন্ট সাঈদুল আমিন ব্যালট পেপার হাতে নিয়ে কয়েকটিতে সিল মারেন। পরে প্রিজাইডিং ও ভোট গ্রহণ কর্মকর্তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে সাঈদুল আমিনকে আটক করে নিয়ে আসে।

বিকেলে জাল ভোট প্রদানের দায়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাদুজ্জামান অনুচ্ছেদ ৮১-এর বিধানমতে সাঈদুল আমিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রামানুজ আচার্য জাল ভোট প্রদানে সহায়তা করেছেন।

এ সময় তিনি ভোটের আগেই প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বলে দাবি করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন