আন্তর্জাতিক ডেস্ক :
পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় সুইডেনের সম্ভাব্য সদস্যপদ নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যাগডালিনা অ্যান্ডারসন। তিনি বলেন, সরকার ন্যাটো সদস্যপদের জন্য আবেদনের সিদ্ধান্ত নিলেও কোনো গণভোটের আয়োজন করা হবে না।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ন্যাটোয় যোগদানের চিন্তাভাবনা শুরু করেছে দুই স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন ও ফিনল্যান্ড। রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও দেশ দুটি শিগগিরই সদস্যপদের জন্য আবেদন করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সুইডেনের সম্ভাব্য সদস্যপদের বিপক্ষে অবস্থান নিয়েছে দেশটির বামপন্থি দল সোশ্যালিস্ট লেফট পার্টি।
গত সপ্তাহে এক বক্তব্যে বামপন্থি দলটির নেতা নুশি দাদগোস্টার বলেন, ‘এটা খুবই পরিষ্কার যে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে যা ঘটছে (ইউক্রেনে রাশিয়ার অভিযান), সে ব্যাপারে সুইডিশ ভোটারদের একটা ভালো উপলব্ধি হয়েছে এবং তারা তাদের মতামতের ব্যাপারেও একটা সিদ্ধান্তে এসেছে।’
দাদগোস্টার আরও বলেন, ‘সুইডেনের সম্ভাব্য ন্যাটো সদস্যপদ নিয়ে সুইডিশ ভোটারদের বক্তব্য থাকা দরকার। আমাদের ভোটারদের কাছে ফিরে যাওয়া উচিত।’ এ বক্তব্যের মাধ্যমে তিনি মূলত একটি গণভোট আয়োজনের কথাই বলেছেন।
তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন সুইডিশ প্রধানমন্ত্রী অ্যান্ডারসন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গণভোট আয়োজনের প্রস্তাবকে ‘বাজে চিন্তা’ বলে অভিহিত করে তিনি বলেন, ‘এই ইস্যু গণভোটের জন্য উপযুক্ত বলে মনে করি না আমি। জাতীয় নিরাপত্তার অনেক তথ্য আছে, যা গোপনীয়। এ ধরনের গণভোটের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু থাকে, যেগুলো নিয়ে আলোচনা করা যাবে না এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনার টেবিলে তোলাও যাবে না।’
সুইডেনের পার্লামেন্ট এখন দেশের নিরাপত্তা নীতি পর্যালোচনা করে দেখছে। আগামী মে মাসের মাঝামাঝি এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করার কথা।
অ্যান্ডারসনের ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি ন্যাটো সদস্যপদ নিয়ে তাদের আপত্তি তুলে নেওয়ার কথা ভাবছে। সুইডেনের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন থাকলেও ৩০ দেশের ন্যাটো জোটের সদস্যপদের জন্য সুইডেনের আবেদনের ক্ষেত্রে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টিকেই বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।
সরকারি দলের ন্যায় পার্লামেন্টের সবচেয়ে বড় বিরোধী দল মডারেটস পার্টির নেতা উলফ খ্রিস্তেরসন ন্যাটো সদস্যপদের আবেদন নিয়ে গণভোট করার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তবে বামপন্থি দলের নেতা দাদগোস্তার বলেন, সুইডেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যাবে কি যাবে না, সে বিষয়ে সুইডেনের নাগরিকদের মতামত জানানোর সুযোগ দেওয়া উচিত।
এ বছরের সেপ্টেম্বরে সুইডেনে সাধারণ নির্বাচন হওয়ার কথা। ন্যাটোর সদস্যপদ নিয়ে জরিপ প্রতিষ্ঠান দেমোস্কোপের এক জরিপমতে, সুইডেনের ৫৭ শতাংশ নাগরিক ন্যাটোয় যোগ দেওয়ার পক্ষে। গত মার্চে এ সমর্থনের হার ছিল ৫১ শতাংশ।