হোম জাতীয় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতেও থেমে নেই ইয়াবা পাচার

জাতীয় ডেস্ক :

সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে আলাদা অভিযান চালিয়ে ১ লাখ ৪২ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে উখিয়া উপজেলা সীমান্তের রাজাপালং ইউনিয়নের তুলাতলী বেতবুনিয়া এলাকায় অভিযান চালায় বিজিবি ও কোস্টগার্ড।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবির এ তথ্য জানান।

আটক রোহিঙ্গারা হলেন: উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১০-সি ব্লকের বাসিন্দা মো. আব্দুস সালামের ছেলে মো. আলী হোসেন (৩৪), একই ক্যাম্পের এফ-১৪ ব্লকের মৃত মো. শহীদুল্লাহর ছেলে মো. ইউনুস (৩৭) এবং ডি-৪ ব্লকের মো. হাসু মিয়ার ছেলে মো, হোসেন আহম্মেদ (২৫)।

অধিনায়ক মেহেদী হোসাইন বলেন, ভোররাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী বেতবুনিয়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে সন্দেহজনক ৫ জন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা চালায়।

পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হলেও দুইজন পালিয়ে যায়। এ সময় আটকদের হেফাজতে থাকা ছোট একটি বস্তার ভেতরে পাওয়া যায় আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা।

আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

এদিকে, সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদ।

তবে অভিযানকালে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

আশিক বলেন, সোমবার মধ্যরাতে সীমান্তের নাফ নদীর জলসীমায় কোস্টগার্ডের একটি দল টহল দিচ্ছিল। এসময় সন্দেহজনক একটি নৌকা থেকে বস্তাভর্তি কিছু ফেলতে দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। এতে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য নির্দেশ দিলে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নদীতে ভাসমান অবস্থায় বস্তাটি উদ্ধার করার পর, খুলে ৪২ হাজার ইয়াবা পাওয়া যায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন