হোম জাতীয় সীমানা পিলার মেরামতের কাজ দেখতে ভারত গেলেন ৬ কর্মকর্তা

জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সীমান্তের সীমানা পিলার পুনর্নির্মাণ ও মেরামত কাজ পরিদর্শনের উদ্দেশে তিন দিনের সরকারী সফরে ভারতে গেছেন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৮ জুন) সকালে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল বারিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারতে যায়।

হিলি চেকপোস্টে পৌঁছালে ভারতের পশ্চিমবঙ্গের ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক ড. রেশমি কামালসহ অন্যান্য কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রতিনিধি দলটিকে সঙ্গে নিয়ে ভারতীয় প্রতিনিধি দলটি যৌথভাবে সীমান্ত পরিদর্শনের জন্য ভারতে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে রয়েছেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের যুগ্ম সচিব এম এম আরিফ পাশা, উপপরিদর্শক (জরিপ) মো. মনিরুজ্জামান, জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. শামসুল আজম, সহকারী জরিপ কর্মকর্তা মো. পারভেজ মিয়া ও মো. আশরাফুল হোসেন। ভারতীয় প্রতিনিধি দলে রয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সহকারী পরিচালক সুমি বিশ্বাস, চার্জ কর্মকর্তা বিদেশ নাইয়া, সহকারী চার্জ কর্মকর্তা কুশদিরাম দাশ, সার্ভেয়ার তপন কুমার।

প্রতিনিধি দলের সদস্য জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. শামসুল আজম বলেন, ‘দিনাজপুর ও জয়পুরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার পরিদর্শন করা হবে। যৌথভাবে পরিদর্শন শেষে আগামী ১০ জুন একই পথে ভারত থেকে দেশে ফিরে আসবে প্রতিনিধি দলটি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন