রাজনীতি ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জে সিএনজি অটোরিকশায় যাতায়াত নিয়ে কথাকাটাকাটির জের ধরে ২ গ্রামের সংঘর্ষ থামাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পুর্নাছগাম নামক গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত আব্দুল্লাহ মিয়া (৩৮) সুন্দাউরা গ্রামের মৃত আয়াত উল্লার ছেলে। তিনি উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার অটোরিকশাযোগে হায়দরি বাজারের দিকে যাতায়াতের সময় স্থানীয় ২ জনের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি গ্রামভিত্তিক চলে যায় এবং রোববার সকাল ৮টার দিকে পুর্নাছগাম ও সুন্দাউরাগ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে মারামারি থামাতে যান আব্দুল্লাহ। সেখানে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, ২ গ্রামের সংঘর্ষ থামাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।
তিনি বলেন, নিহত আব্দুল্লাহর পরিবার থেকে মামলা দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।