জসিম উদ্দিন,বাগেরহাট :
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কতব্যরত চিকিৎসকের উপর নারকীয় হামলা, সরকারী গাড়ীতে অগ্নিসংযোগ,এম্বুলেন্স ও হাসপাতালের জরুরী বিভাগসহ অন্যান্য সরকারী স্থাপনা ভাংচুর এবং বিনষ্টকরনের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমাবার(২২ জানুয়ারী) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ের প্রধান প্রটকে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।
পনের মিনিট কর্মবিরতী রেখে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ের কতব্যরত ডাক্তার,নার্সগন ওই মানববন্ধনে অংশনেয়। এসময় উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শাহীন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, চিকিৎসকরা কেবল অসুস্থ রুগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে পারেন। তবে মৃত ব্যাক্তির প্রান দিতে পারেন না। জৈন্তাপুরে সটরসাইকেল দূর্ঘটনায় নিহত ব্যাক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন,ওই রুগী আগেই মৃত্যুবরন করেছেন।
এসময় রাজনৈতিক পরিচয় দিয়ে সিলেটে জৈন্তাপুরে কর্তব্যরত চিকিৎকের উপর হামলা করা হয়। অগ্নি সংযোগ ও ভাংচুর করা হয়। চেষ্টা করা হয় চিকিৎসকের প্রান নাশের। ওই ঘটনার নিন্দা জানিয়ে হামলা-অগ্নিসয়যোগের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।