হোম জাতীয় সিলেটে চা শ্রমিকদের লাগাতার কর্মসূচির ডাক

জাতীয় ডেস্ক :

মজুরি বৃদ্ধির দাবিতে দেশের ২৪১টি চা বাগানের শ্রমিকেরা তিন ঘণ্টা করে তিনদিন কর্মবিরতি পালন শেষে দাবি না মানায় শনিবার (১৩ আগস্ট) থেকে লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল থেকে কাঠফাঁটা রোদ আর তীব্র তাপদাহ উপেক্ষা করে চা বাগানের শত শত নারী পুরুষ শ্রমিক সিলেট বিমানবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা ৩০০ টাকা মজুরির দাবিতে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয়।

লাক্কাতুরা চা বাগান এলাকায় বিভিন্ন বাগান থেকে শ্রমিকরা জড়ো হন। দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে চা-শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে দেশের ২৪১টি চা বাগানে লাগাতার কর্মবিরতি পালন করে তারা। শ্রমিকেরা জানান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সামান্য টাকায় তারা দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে।

মঙ্গলবার (৯ আগস্ট) থেকে এই কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতির পাশাপাশি চা-শ্রমিকরা তাদের নিজ নিজ বাগানে বিক্ষোভ মিছিল করেন। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা এ কর্মবিরতি পালন করে।

দাবি মানা না পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা।

তিনি জানান, তিনদিন কর্মবিরতির পর মজুরি বৃদ্ধির ঘোষণা না আসায় শনিবার থেকে লাগাতার কর্মবিরতি চালিয়ে দাবি মানতে বাধ্য করা হবে।

বর্তমানে চা শ্রমিকেরা রোজ ২৩ কেজি চা পাতা উত্তোলন করে ১২০ টাকা মজুরি পাচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন