জাতীয় ডেস্ক:
যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ ওয়েলস শাখার উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) ওয়েলস কার্ডিফের মায়া রেস্টুরেন্টে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিকুল ইসলামের পরিচালনায় এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভা চলাকালে ব্রিটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজল হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস ছাত্রলীগ ও ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মকিস মনসুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল উদ্দিন শিবুল, সোয়ানসী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা, জালালিয়া মসজিদের সভাপতি আলহাজ্ব লিলু মিয়া, ওয়েলস আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, প্রবীণ মুরব্বি আলহাজ্ব আসাদ মিয়া, আলহাজ্ব তৈমুছ আলি, মনহর আলী, মৌলভীবাজার জেলার সাবেক যুবনেতা বাবুল আহমদ, নিউপোট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, নিউপোট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদির, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ওয়েলস যুবলীগের সিনিয়র সহসভাপতি আবুল কালাম মুমিন, সহসভাপতি রকিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, নিউপোট যুবলীগের সহসভাপতি শেখ আব্দুর রুউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, ওয়েলস স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি জুয়েল মিয়া, ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল হক মনসুর, দুলন সিকদার, এম মাহবুবুর রহমান, আসাদ মিয়া, শেখ সুমন তরফদার, মৌলা আফতাব, কামাল আহমদ, ও সেবুল আলী প্রমুখ।
অনুষ্ঠানে কার্ডিফ ছাড়াও সোয়ানসী, নিউপোট, পটলবাটসহ বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সবাইকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে গ্রিন, ক্লিন, স্মার্ট নগরী গড়তে হলে আনোয়ারুজ্জামান চৌধুরীর কোনো বিকল্প নেই। আমাদের মূল যে লক্ষ্য- মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, সেই লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক নৌকার পক্ষে মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভোট দিতে নগরবাসীর প্রতি অনুরোধ রইল।
বক্তারা আরও বলেন, আনোয়ার উজ্জামান চৌধুরীর সবচেয়ে বড় পরিচয় হলো উনি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অত্যন্ত ভালো একজন মানুষ। যিনি সমাজের সব মানুষকে সম্মান দিতে জানেন, মানুষকে অন্তর দিয়ে ভালবাসেন। প্রতিদিন প্রতিমুহূর্তে মানুষের জন্য নীরবে কাজ করে যান। এরইমধ্যে লন্ডনসহ বিশ্বের অনেক দেশ থেকে কয়েকশ’ নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী নিজ নিজ উদ্যোগে তার প্রতি ভালবাসার টানেই সিলেটে গিয়ে নিজের টাকা খরচ করে যার যার সাধ্যমত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।