হোম রাজনীতি সিলেট বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

রাজনীতি ডেস্ক:

সিলেটে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির সিলেট বিভাগীয় প্রতিনিধি।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় স্থানীয় এক হোটেলে বৈঠকটি শুরু হয়।

এতে বিএনপির পক্ষে অংশ নেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।

বৈঠকের বিষয়ে জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, ‘বর্তমানে যে দম বন্ধ করা পরিবেশ, নির্বাচন ঘিরে বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর সরকারের যে নির্মম অত্যাচার দমন পীড়ন নিয়ে আলোচনা হয়েছে। সারা বিশ্ব দেখছে কিভাবে নির্বাচনের নামে সরকারি একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটকে রাখা হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি বানিয়ে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য ডামি নির্বাচনের আয়োজন করা হয়েছে। এ সব ব্যাপারে প্রতিনিধিদলের কাছে আমাদের বক্তব্য তুলে ধরেছি।’

ইইউ প্রতিনিধি দলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ইউর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ চারলত শোউবিস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন