হোম জাতীয় সিলগালা কারখানায় কয়েল তৈরির সময় আগুন

জাতীয় ডেস্ক :

রংপুরের হারাগাছে গফুরটারী মধ্যপাড়ায় সিলগালা কারখানায় বাইরে থেকে বন্ধ করে ভেতরে কয়েল তৈরির সময় আগুনের ঘটনা ঘটে। সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কয়েল শুকানোর ডায়ারের মাত্রাতিরিক্ত তাপ থেকে এ আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানায় ২০ জন শ্রমিক কর্মরত ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করে মোস্তফা আল মাহমুদ নামে জনৈক ব্যক্তি আবাসিক এলাকায় কারখানাটি স্থাপন করে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। গত ১৬ অক্টোবর ভোক্তা অধিকার অধিদফতর এবং ১৮ অক্টোবর বিএসটিআই কর্তৃপক্ষ কারখানাটিতে অভিযান চালিয়ে উৎপাদন বন্ধ করে দিয়েছিল।

এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি জানিয়ে হারাগাছ ফায়ার স্টেশনের ইনচার্জ গোলজার হোসেন জানান, আশপাশে পানির উৎস না থাকায় এক কিলোমিটার দূর থেকে পানি এনে ব্যবহারের কারণে টানা প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও তারা কথা বলেননি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন