স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে সিরিজ জয়ের পুরো টাকা পকেটে পুরতে পারছেন না বিরাট কোহলি-রোহিত শর্মারা। স্লো ওভার রেটের কারণে যে ভারতীয় দলকে জরিমানা গুনতে হচ্ছে।
আজ এক বিবৃতি দিয়ে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি অধিনায়ক লোকেশ রাহুলের দল। ২ ওভার পিছিয়ে ছিল তারা।
আইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.২২ -এর বিধান অনুযায়ী ভারতকে শাস্তি দেওয়া হয়েছে। ওভার প্রতি দলের প্রত্যেক সদস্যেকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।
সেই হিসেবে ভারত ২ ওভার পিছিয়ে থাকায় ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ভারতকে এই শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। অধিনায়ক লোকেশ তার শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।
আজকের ধাক্কার আগে রায়পুরের সেই ম্যাচে হাতেনাতে পরাজয়ের দুঃসংবাদও পায় ভারত।
কোহলি (১০২) ও ঋতুরাজ গায়কোয়াড়ের (১০৫) জোড়া সেঞ্চুরিতে ৩৫৯ রানের লক্ষ্য দিয়েও ৪ উইকেটের পরাজয় দেখেছে স্বাগতিকরা। ১১০ রানের দারুণ এক ইনিংস খেলে প্রোটিয়াদের জয় এনে দেন এইডেন মার্করাম। তবে এই জয়ে দক্ষিণ আফ্রিকা সমতায় ফিরলেও শেষে সিরিজ হেরেছে তারা। তৃতীয় ও শেষ ওয়ানডেতে যসশ্বী জয়সওয়ালের অভিষেক সেঞ্চুরিতে ৯ উইকেটের জয় পায় ভারত।
