জাতীয় ডেস্ক :
সিরাজগঞ্জে কালবৈশাখি ঝড়ে ঘর ভেঙে ১৪ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরের পর সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় যমুনা নদীর ধারে নির্মাণাধীন বিসিক শিল্পপার্ক এলাকায় কালবৈশাখি ঝড়ের সময় তীব্র বাতাসে এ ঘটনা ঘটে।
বিসিক শিল্পপার্কের আনসার ভিডিপির সহকারী প্লাটুন কমান্ডার রিপন আলী জানান, শুক্রবার দুপুরে শিল্পপার্কে নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা। বৃষ্টি শুরু হলে শ্রমিকরা পাশের টিনশেড ঘরে আশ্রয় নেয়। এসময় হঠাৎ তীব্র ঝড়ো হওয়ায় টিনের শেডটি ভেঙে পড়ে। এছাড়া উড়ে যায় আশপাশের আরও প্রায় ২০টি ঘরের টিনের চাল। এসময় টিনের চাল ও বেড়ার আঘাতে আহত হন ১৪ শ্রমিক।
আহতরা হলেন- নির্মাণ শ্রমিক আব্দুল আলীম, জিয়া, বুলবুল, কালাম, নুর মোহম্মদ, হাফিজুল, আল- আমিন, সাদ্দাম, সবুজ, রাজ্জাক, নুর হোসেন, রহিম, লিখন ও রিপন মিয়া।
পরে অন্য শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. শামীমুল ইসলাম জানান, ঝড়ে আহতরা শরীরের বিভিন্ন স্থানে কম বেশি আঘাত পেয়েছেন। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।