হোম খেলাধুলা সিনিয়রদের সঙ্গে দ্বন্দ্ব ইস্যুতে হাথুরুসিংহে বললেন, ‘রাবিশ প্রশ্ন’

খেলার সংলাপ :

বাংলাদেশে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আবারও কোচ হয়ে দায়িত্ব নিয়েছেন সাকিব-তামিমদের। নতুন করে ফিরে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন লঙ্কান কোচ। কিন্তু প্রথম দিনই সংবাদমাধ্যমের সামনে মেজাজ হারান তিনি। সাংবাদিকদের প্রশ্নের মেজাজ হারিয়ে বলে ওঠেন—রাবিশ প্রশ্ন!

এরপর দ্বিতীয় মেয়াদেও সিনিয়রদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না জানিয়ে লঙ্কান তারকা বলেন, ‘এটা(সিনিয়রদের সঙ্গে দ্বন্দ্ব ইস্যু) নিয়ে একদমই সমস্যা নেই। আমি সবার সঙ্গেই কথা বলেছি। সবার নজর এখন দলের ভালোর দিকে। প্রথমবারও কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইনি। আমার চ্যালেঞ্জ ছিল দলের ভালোর দিকে সবার নজর রাখা। আমার তাই মনে হয় না, এটা (সিনিয়রদের সামলানো) চ্যালেঞ্জ হবে।’

সিনিয়রদের নিয়ে কোচ আরও বলেছেন, ‘দেখুন ওরা ১৫-১২-১০ বছর ধরে ভালো করছে। আশা করি সেটাই করে যাবে। যত দিন খেলবে, দলে থাকবে। আমার মনে হয় না তাদের ভূমিকা বদলেছে। তারা বিশ্বমানের খেলোয়াড়। আমার মনে হয় তারা নিজেদের ভূমিকাটা জানে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন