হোম ফিচার সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তৃণা সাহার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক :

কলকাতার টিভি চ্যানেল স্টার জলসার সিরিয়াল ‘খড়কুটো’র নায়িকা তৃণা সাহা। অভিনয়ে মন জয় করে নিয়েছেন ভক্তদের। ছোট পর্দার পাশাপাশি টালিউডেও অভিষেক হচ্ছে তার।

এবার নায়িকার বলিযাত্রার গুঞ্জন উঠেছে। হবে নাই বা কেন, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটা ভিডিও আপলোড যে করে ফেলেছেন তিনি!

স্টুডেন্ট অব দ্য ইয়ারের ‘ইশক ওয়ালা লাভ’ গানে নাচ করছেন দু’জন। এক্কেবারে খাঁটি বাঙালি সাজে তৃণা। সাদা রঙের লাল পাড়ের শাড়ি, মাথায় খোঁপা করে ফুলের মালা লাগানো, কপালে টিপ, হাত ভর্তি চুড়ি। আর সিদ্ধার্থের লুক পুরো ক্যাজুয়াল। জিন্স, টি শার্টের সাথে বুক খোলা শার্ট পরেছেন।

এ ভিডিও নেটপাড়ায় ভাইরাল। এরপরেই শুরু হয়েছে যে, বলিউডে যাচ্ছেন নাকি তৃণা সাহা। কেউ কেউ মনে করিয়ে দিচ্ছে দিন কয়েক আগেই মুম্বাই গিয়েছিলেন তৃণা একটা বিজ্ঞাপনের শুটে। সেই শুটে গিয়েই আলাপ হয় সিদ্ধার্থর সঙ্গে। আর ভিডিও করার সুযোগ মিলতেই তা আর হাতছাড়া করেননি।

খুব দ্রুত তৃণাকে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘লহ গৌরঙ্গের নাম রে’ সিনেমাতে। যার পরিচালনা করছেন সৃজিত। সিনেমায় শ্রীচৈতন্যের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়। আর তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন তৃণা। চৈতন্য অন্তর্ধান রহস্য-ই এই সিনেমার প্রেক্ষাপট। শুধু তাই নয় অরিন্দম শীলের ‘ইস্কাবনের বিবি’-তেও রয়েছেন তিনি মুখ্য চরিত্রে। চলতি বছরটা সত্যি ধামাকেদার হতে চলেছে তৃণার কাছে!

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন