হোম জাতীয় সিদ্ধান্ত পরিবর্তন, সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দিতে পারবে বায়রা

জাতীয় ডেস্ক :

বাংলাদেশ থেকে কর্মী নেয়ার জন্য বায়রাকে এড়িয়ে ‘শাপলা সেন্টার’ নামে একটি এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকার সৌদি দূতাবাস।

সোমবার (১৭ অক্টোবর) জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার ডাটাবেজ নির্বাহী মো. আবুল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেয়ার ব্যপারে উদ্ভূত সমস্যা নিয়ে বায়রা নেতাদের অব্যাহত যোগাযোগের প্রেক্ষিতে রাজকীয় সৌদি দূতাবাসের রাষ্টদূত বায়রার মহাসচিবকে সোমবার বিকেলে অবহিত করেছেন যে, সৌদি দূতাবাসে যথারীতি সিডিউল মোতাবেক পাসপোর্ট গ্রহণ করা হবে।

ফলে বায়রা সদস্যরা প্রাপ্ত সিডিউল মোতাবেক সৌদি দূতাবাসে পাসপোর্ট ও ডকুমেন্ট জমা দিতে পারবে।

প্রসঙ্গত, এর আগে গত ৭ অক্টোবর সৌদি দূতাবাস থেকে জানানো হয়, ১৫ অক্টোবর থেকে রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে সরাসরি কোনো পাসপোর্ট জমা নেয়া হবে না, বাংলাদেশ থেকে সৌদি আরবগামী কর্মীদের পাসপোর্ট শাপলা সেন্টারের মাধ্যমে জমা নেয়া হবে।

তবে তৃতীয় পক্ষের মাধ্যমে পাসপোর্ট জমা নেয়ার এ সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেউ পাসপোর্ট জমা দেবেন না বলে জানিয়েছেন বায়রার সভাপতি মো. আবুল বাসার।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন