হোম ফিচার সালমানের সিনেমায় কে কে’র শেষ গান

বিনোদন ডেস্ক :

বলিউড ভাইজান সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ সিনেমা ২০১২ সালে মুক্তি পেয়েছিল। মুক্তির পর বক্স অফিসে দারুণ ব্যবসা করে নিয়েছিল এই সিনেমা। সেই ধারাবাহিকতা বজায় রেখেছিল ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমা।

‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার ব্যাপক সফলতার পর এবার আসছে বহু প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’ সিনেমা। সিনেমাটির শুটিং হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। সালমান ও ক্যাটরিনাকে নিয়ে রাশিয়া, অস্ট্রিয়া, তুরস্ক ও ভারতের কিছু অংশেও শুটিং সেরেছেন পরিচালক। নতুন চমক হিসেবে সিনেমায় দেখা যাবে ইমরান হাশমিকে।

এসব কিছুর মাঝে নতুন খবর হলো সদ্য প্রয়াত ভারতীয় সংগীত তারকা কে কে’র গাওয়া শেষ গান ‘টাইগার থ্রি’সিনেমায় ব্যবহার করা হবে। কেকের গাওয়া শেষ গানে রোমান্স করতে দেখা যাবে ক্যাটরিনা-সালমানকে। তার গাওয়া নতুন একটি গান এখনো মুক্তি পায়নি। ২০২৩ সালের ঈদে মুক্তি পাবে সিনেমাটি। খবর টাইমস অব ইন্ডিয়া।

এর আগে টাইগার সিরিজের প্রথম পার্ট ‘এক থা টাইগার’ সিনেমায় মে লাপাতা শিরোনামের গান করেছিলেন। সে সময় বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল গানটি। এর আগেও বেশকিছু সিনেমায় কেকে গাওয়া গানে ঠোঁট মিলিয়েছেন সালমান খান।

মঙ্গলবার (৩১ মে) কলকাতায় একটি কনসার্টে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কেকে। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এভাবে কেকের চলে যাওয়া মানতে পারছেন না সহকর্মী ও ভক্তরা। তার মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন সালমান খানও।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন