হোম খুলনাসাতক্ষীরা সারাদেশের ন্যায় সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি

সারাদেশের ন্যায় সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় সর্বাতœক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ পূর্বক অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে মঙ্গলবার বেলা ১২টায় সরকারী কলেজ ক্যাম্পাসে কলেজ শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে এসময় সেখানে উপস্থিত ছিলেন, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সংগঠনটির জেলা ইউনিটের সেক্রেটারী ও সরকারী কলেজের ইসলাম শিক্ষা বিভাগীয় প্রধান মোঃ মিয়ারাজ হোসাইন, একই কলেজের উপাধ্যক প্রফেসর মোহাঃ আল মুন্তানছির বিল্লাহ, ইংরেজি বিভাগী প্রধান ড. মোঃ শাহিনুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ছানোয়ার হোসেন, অর্থনীতি বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল হোসেনসহ শিক্ষকবৃন্দ।
শিক্ষকরা এসময় ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এ ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এদিকে, ২০ শতাংশ বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিতে সাতক্ষীরা জেলার স্কুল-কলেজের ক্লাস রুম গুলো আজও ফাঁকা ছিল। দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরবেননা বলে ঘোষনা দেন তারা। সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, আশাশুনি ও শ্যামনগরের স্কুল-কলেজ গুলোতে সকাল থেকেই দেখা গেছে এক অচেনা নীরবতা। পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা কেউ স্টাফরুমে, কেউ বিদ্যালয়ের বারান্দায় ব্যানার হাতে অবস্থান করছেন। অনেক প্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা এসে ফিরে যাচ্ছে হতাশ হয়ে।
এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, সরকারের ঘোষিত ভাতা বৃদ্ধি অবাস্তব ও অপর্যাপ্ত। আমরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছি।
জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মোঃ নজিবুল ইসলাম বলেন, সরকার ন্যায্য দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের আন্দোলনের ময়দান থেকে ক্লাসে ফিরিয়ে নিবেন এমনটাই প্রত্যাশা আমাদের। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ বদিউজ্জামান খান বলেন, জেলার সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।

অভিভাবকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে এই অচলাবস্থা অচিরেই দুর হোক। শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসুক এবং সরকার শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিক এ প্রত্যাশা আমাদের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন