হোম জাতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব রুখতে হবে সাংবাদিকদেরই: আরেফিন সিদ্দিক

জাতীয় ডেস্ক:

জাতীয় জাদুঘর বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, অপ তথ্য থেকে সাংবাদিকদের দূরে থাকতে হবে। সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন না করা গেলে তার প্রয়োজন নেই। জনগণের আস্থার জায়গা গণমাধ্যম। এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব ছড়ায়, তা রুখতে কোনও এডিটোরিয়াল ডেস্ক নেই। এই দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাই না করে তথ্য পরিবেশন করে এটা অনেকটা গুজব ছড়িয়ে দেয়ার কাজ করছে। ফলে অনেক মিথ্যা তথ্য উপাত্ত ছড়িয়ে পড়ছে।

রোববার (২৬ নভেম্বর) দুপুরের সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুম মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, সাংবাদিকতার ধরণ পাল্টেছে। এখন আগের ধ্যান-ধারণা নিয়ে থাকলে পিছিয়ে পড়তে হবে। দ্রুত সংবাদ দেয়ার পাশাপাশি তা যেন র্নিভুল এবং গ্রহণযোগ্য হয় সে দিকেও খেয়াল রাখতে হবে। তথ্য সন্ত্রাসীদের হাত থেকে দেশ ও সমাজকে রক্ষায় সাংবাদিকদেরই সবার আগে এগিয়ে আসা দরকার।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিধ মিরানা সুলতানা, ফিমেল একাডেমির পরিচালক জামিল চৌধুরী, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক রওনক আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান , সাংবাদিক মাসুম হেলাল, হিমাদ্রি শেখর ভদ্র, একে কুদরত পাশা, রাজু আহমেদ রমজান ও কেজি মানব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন