অনলাইন ডেস্ক:
সাভারের আশুলিয়ায় সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহতের স্বজনদের অভিযোগ, তালাকপ্রাপ্ত মিম পুনরায় মাদকাসক্ত স্বামীর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় শফুর মণ্ডলের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে।
নিহতের ভাই মো. খোরশেদ জানান, তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে পালিয়ে বিয়ে করে মিম (২১) ও নাইম (২৩)। বিয়ের ২ বছরে তাদের দাম্পত্য জীবন কাটে কলহের মধ্যে দিয়ে। এক বছর আগে নাইমকে তালাক দেয় মিম। এরপর আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে পোশাক কারখানায় কাজ নিয়েছিল মিম। নেশায় আসক্ত নাইম গত ১০ দিন আগে মিমের ঠিকানা পায়। এরপর থেকেই মিমকে বিভিন্ন ভাবে শাসিয়ে আসছিল সে। দুপুরে কারখানায় লাঞ্চ বিরতিতে বাসায় আসলে নাইম তাকে জোর করে বিয়ে করতে চায়। এতে রাজি না হলে ঘরের দরজা আটকে মিমকে উপুর্যপরি ছুরিকাঘাত করে নিজেও ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাইম।
এদিকে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হয়নি। তবে এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ।
নিহত মিম আক্তারের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানার খোকশাবাড়ী গ্রামে আর নাইম নাটোর জেলার গুরুদাসপুর থানার মকিনপুর গ্রামের মৃত মো. জালালের ছেলে।