হোম খুলনাসাতক্ষীরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরান খতম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরান খতম

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে দলের অস্থায়ী কার্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা উক্ত কোরআন খতমে অংশ নেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহাবায়ক কামরুজ্জামান ভুট্টোসহ দলীয় নেতা-কর্মীরা।

জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী এসময় বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপোসহীন নেত্রী। তার মৃত্যুতে আমরা আমাদের পরম শ্রদ্ধেয় অভিভাবককে হারিয়েছি। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। মহান আল্লাহপাক তাকে বেহেশত নসিব করুন।

Sponsored-urlr.me/AGB5XQ

সম্পর্কিত পোস্ট

মতামত দিন