নিজস্ব প্রতিনিধি :
গোপনে মাদক দ্রব্য বিক্রিকালে সাতক্ষীরায় ৩শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে শহরের কাটিয়া এলাকা থেকে আটক করা হয়।আটককৃত যুবকের নাম মোর্তজা আহমেদ (৪০)। সে সদর উপজেলার সুলতানপুরের ঝিলপাড়া এলাকার সৈয়দ আকবর আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানা পরিদর্শক ( তদন্ত) বাবুল আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩শত পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে । বুধবার সকালে তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।