হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় হাইড্রোলিক হর্ন অপসারণে পুলিশের অভিযান

সাতক্ষীরায় হাইড্রোলিক হর্ন অপসারণে পুলিশের অভিযান

কর্তৃক Editor
০ মন্তব্য 330 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় হাইড্রোলিক হর্ন অপসারণে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বাস, ট্রাক ও মোটরসাইকেল থেকে এ সময় ৮ শতাধিক হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়। পরে সেখানে উচ্চ মাত্রায় শব্দ সৃষ্টিকারী ও জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এ সব অবৈধ হাইড্রোলিক হর্ন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে এ সময় নেতৃত্ব দেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গাড়ী চালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ। শব্দ দুষণকারী এই হর্ন অপসারণে পুলিশের অভিযান চলমান থাকবে। তিনি গাড়ী চালকদের এ সময় হাইড্রোলিক হর্ন পরিহারের পরামর্শ দেন। পরে সেখানে হাইডোলিক হর্ণ যাতে আর কেউ ব্যবহার না করেন সেজন্য উপস্থিত বাস মালিক সমিতির ড্রাইভার হেলপারদের শপথ বাক্য পাঠ করানো হয়।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন, বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, জেলা বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন