নিজস্ব প্রতিনিধি :
দ্রুতগামী মোটরসাইকেল দুই শিক্ষার্থীর ঈদ আনন্দ ম্লান করে দিয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন একজন। এই তিন পরিবারে এখন নেমে এসেছে বিষাদের ছায়া।
শনিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোলাখালি শ্মশান এলাকায়। আশাশুনি এপিএস কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র রিয়াজ মোড়ল ওরফে শাহীন (১৮) ও তার বন্ধু একই উপজেলার মাড়িয়ালা হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী তৌহিদুল ইসলাম(১৬)।
ঈদের আনন্দ শেষে একই মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। এসময় গোলাখালি শ্মশানের ধারে এসে দ্রæতগামী মোটরসাইকেলটি সড়কধারের একটি বাবলা গাছে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। মারাত্মক আঘাত প্রাপ্ত দুই শিক্ষার্থী তৌহিদ ও শাহীনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে আনার পথে মারা যায়। একইসময় আহত হয় আশাশুনির নাসিমাবাদ গ্রামের ইটভাটার শ্রমিক গোলাম রসুল(২২)।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মোস্তফা আহত গোলাম রসুলের বরাত দিয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশদুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে ইটভাটা শ্রমিক গোলাম রসুল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।