নিজস্ব প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সুপারিশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর খুলনা-মুন্সিগঞ্জ সড়ক চার লেনে উন্নতিকরণ ও দ্রুত সংস্কারের আবেদন জানিয়েছে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা। আবেদনটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার একান্ত সচিব মো: আবুল হাসানের (উপসচিব)’র হাতে হস্তান্তর করা হয়।
গতকাল বুধবার (৬ নভেম্বর) বিকাল ৪ টায় বাংলাদেশ সচিবালয়ে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে খুলনা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত চার লেন রাস্তা উন্নতিকরণ ও দ্রুত সংস্কারের অনুরোধের আবেদন জমাদানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আবু মাসুদ, সাবেক অতিরিক্ত সচিব শফিকুর রহমান, সাবেক বিসিএসআইআর’র চেয়ারম্যন মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ, আইসিডিডিআরবি’র অ্যামিরেটাস গবেষক ড. মো. সিরাজুল ইসলাম ও অধ্যাপক বি চৌধুরী রাষ্ট্রপতি থাকাকালীন এপিএস শফিকুল ইসলাম শাহেদ।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি সাতক্ষীরা জেলা পরিদর্শনের সময় রাস্তা সংস্কারে সহযোগিতার আশ্বাস দেন।
খুলনা বিভাগের একটি ব্যস্ততম সড়ক খুলনা থেকে মুন্সিগঞ্জ এবং ভোমরা থেকে খুলনা সড়ক। বর্তমানে সড়কটির অবস্থা এতোটাই বেহাল অবস্থা যে, সাতক্ষীরা-মুন্সিগঞ্জ পর্যন্ত বর্তমান সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এই সড়কের পিচ উঠে সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে সড়কে অহরহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সেইসঙ্গে ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে পণ্য পরিবহন ব্যাবস্থা।