নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার মুনজিতপুর বিসমিল্লাহ জামে মসজিদে জুম্মা’র নামাজ শেষে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীলের সভাপতি ও সংগ্রামী নেতা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ ফজলে শামস পরশ। দলের দুঃসময়ে রাজপথের লড়াকু এই নেতা গত কিছুদিন যাবত শারিরীক অসুস্থতায় ভুগছেন। এরই ধারাবাহিকতায় তার শারিরীক সুস্থতা কামনায় মুনজিতপুর বিসমিল্লাহ জামে মসজিদে জুম্মা’র নামাজ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে ও যুবলীগ নেতা মাহি আলম ও এ্যাড. তামিম আহমেদ সোহাগ এর ব্যবস্থাপনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ায়ুর বিন সেলিম যাদু, মোঃ তাইজুলসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থক এবং মসজিদের মুসুল্লিবৃন্দ।
